Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
বিস্তারিত

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই রায়টুটী ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ১৯৯৬ সালে রায়টুটী ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের দু তলায় ৪ নং কক্ষে অফিসটি অবস্থিত। নিম্ন লিখিত সেবা ও পরামর্শ পেতে আজই উপ-সহকারি কৃষি কর্মকর্তার কার্যালয়ে আসুন।

 

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কি সেবা

কিভাবে পাবেন

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ।
ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের ঠিকানা।
বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
অন্যান্য তথ্য যেমন: পোল্ট্রি ফার্ম, মাছের খামার, গবাদীপশু সম্পর্কিত পরামর্শ।

পরামর্শ ও সেবার জন্য নির্ধারিত মূল্যে/অনেক সময় বিনামূল্যে অফিস চলাকালীন সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।  

সুলতান মাহাবুব
উপ-সহকারী কৃষি কর্মকর্তা,
রায়টুটী ইউনিয়ন, ইটনা, কিশোরগঞ্জ।
মোবাইল নম্বরঃ ০১৭১৪৮১৯১৬৫
সিটিজেন চার্টার

সেবার নির্ধারিত মূল্য

সেবা প্রদানের সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

কৃষককে বীজ, সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি প্রাপ্তিতে সহায়তাকরণ

নির্ধারিত মূল্যে / অনেক সময় বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

উপ-সহকারী কৃষি অফিসার

কৃষক ও কৃষি ঋণ প্রদানকারী সংস্থার মধ্যে যোগসূত্র স্থাপন

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

কৃষি উদ্যোক্তা, কৃষি ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারী শিল্প স্থাপনে সহায়তা প্রদান

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

পরিবেশ উপযোগী ফসল, বীজ, সার ও কীটনাশক নির্বাচন

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

কৃষি যন্ত্রপাতি মেরামতে কৃষককে সহায়তা প্রদান

নির্ধারিত মূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

প্রকল্প ও কর্মসূচী ভিত্তিকসেবা প্রদান

ক) চাষী পর্যায়ে উন্নতমানের বীজ প্রাপ্যতা সৃষ্টি
খ) গ্রাম/ওয়ার্ড/মহল্লা ভিত্তিক কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন
গ) বীজ সংরক্ষণের সহায়তা প্রদান
ঘ) সময়ে সময়ে গৃহীত অন্যান্য  কর্মকান্ড

প্রকল্পের শর্তনুযায়ী

প্রকল্প চলাকালীন সময়ে

-ঐ-

গবেষণায় উদ্ভাবিত সর্ব শেষ কৃষি প্রযুক্তি ব্যবহারকারী কৃষকদের নিকট পৌছেঁ দেয়া

বিনামূল্যে

সারা বছর

-ঐ-

কৃষকের খামার ও বসতবাড়ী পরির্দশন

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

মৌসুম ভিত্তিক ফসল উৎপাদন পরিকল্পনা ও ফসল ভিত্তিক সার সুপারিশমালা প্রণয়ন

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

ফসল মৌসুম ও স্থান ভিত্তিক ব্যবস্থাপত্র সেবা প্রদান

বিনামূল্যে

অফিস চলাকালীন সময়

-ঐ-

মোবাইল ফোন ভিত্তিক কৃষি পরিসেবা প্রদান

বিনামূল্যে

 সার্বক্ষনিক

-ঐ-

ফসল প্রযুক্তি ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান

বিনামূল্যে

মৌসুম ভিত্তিক

-ঐ-

কৃষি পণ্য বাজারজাত করণে কৃষকদের সহায়তা করা

বিনামূল্যে

ফসল ভিত্তিক

-ঐ-

কৃষক সংগঠন সৃষ্টিতে প্রত্যক্ষ সহায়তা করা

বিনামূল্যে

সারা বছর

-ঐ-

কৃষিতে নারীর অংশ গ্রহণ নিশ্চিত করণে সহায়তা প্রদান

বিনামূল্যে

সারা বছর

-ঐ-

কৃষি পরামর্শ কেন্দ্র ভিত্তিক পরামর্শ প্রদান

বিনামূল্যে

সকাল ৯:০০-৫:০০

-ঐ-

কৃষি আবহাওয়া, রোগ ও পোকামাকড়ের আক্রমন বিষয়ক সতর্কীকরণ ও পূর্বাভাস প্রদান

বিনামূল্যে

প্রয়োজনীয় মুহুর্তে

-ঐ-

পরিবেশসম্মত কৃষি ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়ন

বিনামূল্যে

সারা বছর

-ঐ-

দূর্যোগ পরর্বতী কৃষি পূর্নবাসন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন

বিনামূল্যে

দূর্যোগ পরর্বতী সময়

-ঐ-

বিল এলাকায় কচুরীপানা ও জলজ আগাছা দ্বারা ভাসমান সব্জিক্ষেত তৈরীর ও সব্জি আবাদের জন্য চাষীদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান

বিনামূল্যে

জুন-আগষ্ট

-ঐ-

সাধারণ তথ্য

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই রায়টুটী ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ১৯৯৬ সালে রায়টুটী ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের দু তলায় ৪ নং কক্ষে অফিসটি অবস্থিত। নিম্ন লিখিত সেবা ও পরামর্শ পেতে আজই উপ-সহকারি কৃষি কর্মকর্তার কার্যালয়ে আসুন।

 

label.column.field_projects

০১। বীজ উৎপাদন,সংরক্ষন, বিনিময় ও বিতরন প্রকল্প।

০২। আইএিডপি প্রকল্প।

০৩। দারিদ্র দুরিকরন প্রকল্প।

০৪। সিএজি প্রকল্প।

০৫। কৃষি উৎপাদন শীলতা উন্নয়ন ত্বরান্বিতকরন প্রকল্প (আপি)।

০৬। সিসা প্রকল্প।

যোগাযোগ

মোঃ খায়রুজ্জানাম রুবেল 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

রায়টুটী ইউনিয়ন কমপ্লেক্স (ব্লক অফিস) 

রায়টুটী, ইটনা, কিশোরগঞ্জ ।