Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

ইংরেজি Culture-এর প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটি ১৯২২ সালে বাংলায় প্রথম ব্যবহার করা শুরু হয়। কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাই সংস্কৃতি। উক্ত বিষয়গুলোকে আবার দু’ভাগে ভাগ করা যায়। প্রথমভাগ নিত্যদিনকার জীবনযাপনের সাথে সরাসরি সম্পর্কিত। আর দ্বিতীয়ভাগ জীবন উপভোগের ব্যবস্থা এবং উপকরণের সাথে সম্পকির্ত। তারই ধারাবাহিকতায় রায়টুটী ইউনিয়নের সাংস্কৃতিক সংগঠনগুলো ভিবিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন। 

 

রায়টুটী ইউনিয়নের সাংস্কৃতিক সংগঠনের নামের তালিকাঃ

 

১। রায়টুটী সৃজনী কল্যাণ সাংস্কৃতি সংঘ ।

২। পংধুলন নাট্য সংঘ । 

৩। পান্থশালা সাংস্কৃতি সংঘ । 

৪। কবি নজরুল সাংস্কৃতি সংঘ ।