Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদী ও খাল

বাংলাদেশ নদী মাতৃক দেশ। রায়টুটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মগড়া, বর্নি, ধনু নদী। বর্ষা ছাড়া শুকনো মৌসুমে যাতায়তের একমাত্র মাধ্যম হলো নদীপথ।

রায়টুটী ইউনিয়নের নদী গুলোর মধ্যে অন্যতম।

নদীঃ- মগড়া নদী, বর্নি নদী, ধনু নদী ইত্যাদি।

 

খাল মানুষের তৈরি পানির গতিপথ। খাল সাধারণত দুই রকমের হয়,

১. মানুষের ব্যবহার যেমন মিষ্টি পানি নেওয়া বা কৃষিকাজের জন্য জল বা পানির সংরক্ষণ বা পানি বয়ে নেওয়ার জন্য খাল।
২. যোগাযোগ বা পরিবরণের জন্য যেমন বড় বড় পন্যবাহী জাহাজ গামী খাল। যা সাধারণত একাধিক হ্রদ, নদী বা সাগরকে সংযুক্ত করে। যেমন সুয়েজ খাল, পানামা খাল

এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে দিয়ে অতিবাহিত শহুরে খাল বলে একধরনের খাল আছে। যেমন ভেনিস, আমস্টারডাম অথবা ব্যাংকক

রায়টুটী ইউনিয়নের খাল গুলোর মধ্য অন্যতম।

খালঃ- তলার খাল, মেন্নার খাল ঘুপরীর দাইর, মড়াখাল।