Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

গত ২৭-০৫-২০১৭ ইং তারিখে অত্র ০১ নং রায়টুটী ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশন হয়। অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব ফয়সল কবীর মনোয়ার হোসেন মিল্‌কী সাহেবের সভাপতিত্বে সভার কার্যক্রম আরম্ভ হয়। সভাপতি সাহেবের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অত্র সভা আরম্ভ করা হয়। সভায় অত্র ইউপির ০৯ টি ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সাহেব নানা শ্রেণী পেশার মানুষের কাছে তাদের চাহিদা সম্পর্কে জানতে চান। অতঃপর বিভিন্ন জন তাদের নিজ নিজ এলাকার সমস্যগুলো তোলে ধরেন এবং তা সমাধানের জন্য বিনীত অনুরোধ রাখেন। সেই প্রেক্ষিতে উপস্থিত সংশ্লিষ্ট মেম্বারগণ ও তাদের নিজ নিজ ওয়ার্ডের গত বছরের উন্নয়ন কর্মকান্ডের স্বচিত্র প্রকাশ করেন এবং অবশিষ্ট সমস্যাগুলো চিনহিত করে যথা সম্ভব চেয়ারম্যান সাহেবকে সমাধানের জন্য অনুরোধ করেন। চেয়ারম্যান সাহেব সকল সমস্যা অবগত হয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস প্রকাশ করেন। অতঃপর চেয়ারম্যান সাহেব অত্র সভার সঞ্চালক সচিব সাহেবকে আগামী ২০১৭-২০১৮ ইং অর্থবছরের বাজেট প্রকাশের অনুরোধ জ্ঞাপন করেন। সচিব সাহেব তা অবগত হয়ে আগামী অর্থবছরের ধার্যকীইত বাজেট প্রকাশ করেন। অদ্যকার উন্মুক্ত বাজেট সভায় সকল পেশা-শ্রেণীর মানুষ তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি তথা চেয়ারম্যান মহোদয়ের বিদায়ী বক্তব্য দিয়ে অদ্যকার উন্মুক্ত বাজেট সভার সমাপ্তি ঘোষনা করেন।

বাজেটের নিন্মরুপঃ

 

ইউনিয়ন পরিষদের বার্ষিক রাজস্ব বাজেটঃ-

 

অর্থ বছরঃ- ২০১৭-২০১৮ ইং

খাতের নাম

পরবর্তী অর্থবছরের বাজেট (টাকা)

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট (টাকা)

২০১৬-২০১৭ খ্রিঃ

পূর্ববর্তী অর্থবছরের প্রকৃত (টাকা)

২০১৫-২০১৬ খ্রিঃ

নিজস্ব তহবিল

অন্যান্য তহবিল

মোট

প্রারম্ভিক জের

৫,৯০,১৪৫/-

২,৫০,০০০/-

৮,৪০,১৪৫/-

৫,২০,১২৫/-

৬,৪২,২০২/-

হাতে নগদ

৪৭৫/-

-

৪৭৫/-

৮৭৫/-

১৭৫/-

ব্যাংকে জমা

৫৫,৪২০/-

২,৪৫,০০০/-

৩,০০,৪২০/-

১,০৪,৮৪৬/-

২,৭১,০৮২/-

মোট প্রারম্ভিক জের

৬,৪৬,০৪০/-

৪,৯৫,০০০/-

১১,৪১,০৪০/-

৬,২৫,৮৪৬/-

৯,১৩,৪৫৯/-

প্রাপ্তি

 

 

 

 

 

কর আদায়

৩,৪৫,৭২৫/-

-

৩,৪৫,৭২৫/-

৩,২০,৫০০/-

-

পরিষদ কর্তৃক লাইসেন্স ও পারমিট ফিস

৫০,০০০/-

-

৫০,০০০/-

৩০,০০০/-

৭,৪০০/-

ইজারা বাবদ প্রাপ্তি

১,০০,০০০/-

-

১,০০,০০০/-

৭০,০০০/-

-

অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফিস

১০,০০০/-

-

১০,০০০/-

১০,০০০/-

-

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিস

২,৫০,০০০/-

-

২,৫০,০০০/-

১,৬০,০০০/-

-

সম্পত্তি থেকে আয়

-

-

-

-

-

সংস্থাপন কাজে সরকারী অনুদান

-

২,০০,০০০/-

২,০০,০০০/-

৭,০০,০০০/-

-

স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% অর্থ

৫,০০,০০০/-

-

৫,০০,০০০/-

৪,০০,০০০/-

১,৭০,০০০/-

সরকারী সুত্রে অনুদান

-

-

-

-

-

সরকারী থোক বরাদ্দ

-

৪৫,০০,০০০/-

৪৫,০০,০০০/-

৪২,০০,০০০/-

১৪,৩২,৯৩৪/-

স্থানীয় সরকার প্রতিষ্ঠান সুত্রে প্রাপ্তি

-

৩০,০০,০০০/-

৩০,০০,০০০/-

১০,০০,০০০/-

৬৯,৯১,৮৮৭/-

অন্যান্য প্রাপ্তি

-

৩৫,০০,০০০/-

৩৫,০০,০০০/-

৬,৬০,০০০/-

৫,০০,০০০/-

মোট প্রাপ্তি

১২,৫৫,৭২৫/-

১,১২,০০,০০০/-

১,২৪,৫৫,৭২৫/-

৭৫,৫০,৫০০/-

৯১,০২,২২১/-

সর্বমোট প্রাপ্তি

 

 

১,৩৫,৯৬,৭৬৫/-

৮১,৭৬,৩৪৬/-

১,০০,১৫,৬৮০/-

 

 

 

 

 

খাতের নাম

পরবর্তী অর্থবছরের বাজেট (টাকা)

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট (টাকা) ২০১৫-২০১৬ খ্রিঃ

পূর্ববর্তী অর্থবছরের প্রকৃত (টাকা) ২০১৪-২০১৫ খ্রিঃ

নিজস্ব তহবিল

অন্যান্য তহবিল

মোট

ব্যয়  

 

 

 

 

 

সংস্থাপন ব্যয়

 

 

 

 

 

চেয়ারম্যান ও সদস্যদের সম্মানি

৮,৫০,০০০/-

-

৮,৫০,০০০/-

২,০০,০০০/-

৪,০০,০০০/-

সেক্রেটারী ও অন্যান্য কর্মচারীদের বেতন ভাতা

৪,৫০,০০০/-

-

৪,৫০,০০০/-

৩,০০,০০০/-

২,৫০,০০০/-

কর আদায় বাবদ ব্যয়

১,৫০,০০০/-

-

১,৫০,০০০/-

১,০০,০০০/-

-

প্রিন্টিং ও স্টেশনারী

২,০০,০০০/-

-

২,০০,০০০/-

১,৫০,০০০/-

৭,৩৫০/-

ডাক ও তার

১০,০০০/-

-

১০,০০০/-

১৫,০০০/-

-

বিদ্যুৎ বিল

১২,০০০/-

-

১২,০০০/-

১০,০০০/-

-

অফিস রক্ষণাবেক্ষণ

১,০০,০০০/-

২,০০,০০০/-

৩,০০,০০০/-

১,০০,০০০/-

-

অন্যান্য ব্যয়

২,০০,০০০/-

-

২,০০,০০০/-

১,০০,০০০/-

-

উন্নয়নমূলক ব্যয়

 

 

 

 

 

কৃষি প্রকল্প

-

৩০,০০,০০০/-

৩০,০০,০০০/-

২৪,০০,০০০/-

৪,৪৫,৪৭০/-

স্বাস্থ্য পয়ঃনিষ্কাশন

-

১০,০০,০০০/-

১০,০০,০০০/-

৯,০০,০০০/-

১০,৯৮,৯০৬/-

রাস্তা নির্মাণ ও মেরামত

-

৪০,০০,০০০/-

৪০,০০,০০০/-

২৫,০০,০০০/-

৪০,৪৮,০০০/-

গৃহ নির্মাণ ও মেরামত

-

-

-

-

-

শিক্ষা কর্মসূচি

-

২৮,০০,০০০/-

২৮,০০,০০০/-

২২,০০,০০০/-

৮,২০,০০০/-

সেচ ও খাল

-

৮,০০,০০০/-

৮,০০,০০০/-

-

৫,০০,৪৫৪/-

অন্যান্য

-

১৩,০০,০০০/-

১৩,০০,০০০/-

৩,৫০,০০০/-

২,৫০,০০০/-

মোট ব্যয়

১৯,৭২,০০০/-

১,৩১,০০,০০০/-

১,৫০,৭২,০০০/-

৯৩,২৫,০০০/-

৭৮,২০,১৮০/-

সমাপনী জের

 

 

১৪,৭৫,২৩৫/-

 

 

 

 

 

 

সচিবের স্বাক্ষর                                                                                                   চেয়ারম্যান স্বাক্ষর