Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উদ্যোক্তা

উদ্যোক্তা
আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি একজন উদ্যোক্তা নাকি একজন ব্যবসায়ী ? আপনি হয়তো সহজেই উত্তর দেবেন, আমি একজন উদ্যোক্তা নয়তো বলবেন আমি একজন ব্যবসায়ী ? আসলে আপনি যে কাজটি নিজের চাইতেও বেশি ভালবাসেন সেই কাজের সঠিক মুল্যায়ন যদি আপনি না পান তাহলে আপনি একদিকে যেমন আপনার কাজের পুরস্কার থেকে বনিÂত হবেন অন্য দিকে সমাজ তথা রাষ্ট্রও আপনা
কাছ থেকে অনেক কিছু বনিÂত হবে ।
ইদানিং আমরা অনেক বেশি উদ্যোক্তা শুনতে পাই, বিশেষ করে আমাদের তরুন সমাজের মাঝে উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার এক প্রবল আগ্রহ দেখা যাচ্ছে । যতটা না তারা নিজেদের ব্যবসায়ী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার আগ্রহ দেখা যাচ্ছে । আমরা যদি এ দুটি শব্দের সঠিক অথ/মানে না জানি তাহলে আমাদের তরুন সমাজ যতোই নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করুক না কেন আমরা তথা আমাদের সমাজের কাঙ্খিত পরিবতন কিন্তু কখনই সাধিত হবে না ।

উদ্যোক্তা শব্দের ইংরেজী হলো “entrepreneur” এবং
ব্যবসায়ী শব্দের ইংরেজী হলো “businessman”

Oxford dictionary’তে entrepreneurs প্রসঙ্গে বলা হয়েছে “A person who sets up a business or businesses, taking on financial risks in the hope of profit”

Oxford dictionary’তে businessman প্রসঙ্গে বলা হয়েছে “A man who works in commerce, especially at executive level”

Dictionary.Com’তে entrepreneurs প্রসঙ্গে বলা হয়েছে “A person who organizes and manages any enterprise, especially a business, usually with considerable initiative and risk”

Dictionary.Com’তে businessman প্রসঙ্গে বলা হয়েছে “A man regularly employed in business, especially a white-collar worker, executive, or owner”

Business Dictionary.Com’তে entrepreneurs প্রসঙ্গে বলা হয়েছে “Someone who exercises initiative by organizing a venture to take benefit of an opportunity and, as the decision maker, decides what, how, and how much of a good or service will be produced”

Business Dictionary.Com’তে businessman প্রসঙ্গে বলা হয়েছে “A person who is employed by an organization or company. Businessmen are often associated with white collar jobs.

উপরের সবগুলো “entrepreneur” এর সংÁা ভাল করে খেয়াল করলে অনেকগুলো শব্দ বা কাজ খুজে পাওয়া যাবে যেমন:
- sets up a business or businesses/ organizes any enterprise/initiative by organizing a venture:
- to undertake/ manages/decision maker:
- financial risks/ risk:
- hope of profit/ take benefit
- good or service will be produced:

উপরের “entrepreneur” সম্পকিত কাজগুলোকে যদি সহজভবে বলা যেতে পারে যে, “একজন ব্যাক্তি একটি প্রতিষ্ঠান/ব্যবসা/কাজ শুরু করবেন এবং সেটার ভাল মন্দ দেখা/ সিদ্ধান্ত গ্রহণ/ ব্যবস্থাপনা/ করবেন, আথিকভাবেও লাভবান হবার চেষ্টা করবেন তাদের নিজেদের পণ্য/সেবার মাধ্যমে, আথিক ও সামাজিক ঝুকিঁ সাথে নিয়ে” ।
উপরের সবগুলো “businessman” সংÁা ভাল করে খেয়াল করলে অনেকগুলো শব্দ বা কাজ খুজে পাওয়া যাবে যেমন:
- who works /regularly employed/ who is employed
- commerce/business/company
- at executive level/ executive, or owner/white collar jobs
উপরের “businessman” সম্পকিত কাজগুলোকে যদি সহজভবে বলা যেতে পারে যে, “একজন ব্যাক্তি, যিনি মালিক/চাকুরীজীবি হিসাবে একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেই প্রতিষ্ঠানটি আথিক লেন দেনের সাথে জড়িত”

উদাহরন:
একজন পান বিক্রেতা (রহিম) দৈনিক বড় বাজার থেকে পান কিনে এনে, পাড়ায়, পাড়ায় ঘুরে বিক্রি করে বড় দোকানের টাকা পরিশোধ করেন ।
আপনি উনাকে কি বলবেন একজন উদ্যোক্তা নাকি একজন ব্যবসায়ী ?
“entrepreneur” এর আলোচনা থেকে মোটামোটি একটি পরিস্কার একটা ধারনা পাওয়া গেছে যে, একজন উদ্যোক্তা তার পণ্যের মাধ্যমে, একটি প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে ঝুকিঁ নিয়ে আথিক লাভের জন্য কাজ করে থাকেন । এখানে পান বিক্রেতা পান বিক্রি করে আথিকভাবে লাভবান হলেও, বাকি অন্য বিষয়গুলো কিন্তু অনুপস্থিত, যেমন: নিজস্ব পণ্য এবং ঝুকি । যেহেতু তিনি নিজে পণ্য উৎপাদন এর সাথে জড়িত নেই তিনি অন্যের উৎপাদিত পান বিক্রি করেন এবং যেহেতু তিনি দৈনিক এর পান, দৈনিক বড় বাজার থেকে এনে পাড়ায়, পাড়ায় বিক্রি করেন তাই এ কাজেও তার তেমন কোন ঝুকি নিতে হয় না । অন্যদিকে “businessman” এর আলোচনা থেকে মোটামোটি একটি পরিস্কার ধারনা পাওয়া গেছে যে, একজন ব্যবসায়ী তার নিজের অথবা অন্যের প্রতিষ্ঠান এর মাধ্যমে আথিক লাভের জন্য কাজ করে থাকেন । এখানে পান বিক্রেতা ঠিক এই কাজটিই করছেন সফলতার সাথে । দৈনিক বড় বাজার থেকে লাভের আসায় পাড়ায়, পাড়ায় বিক্রি করে আথিকভাবে লাভবান হচ্ছেন । তাহলে আলোচনার প্রেক্ষিতে সহজেই বলতে পারি যে, পান বিক্রেতা (রহিম) একজন ব্যবসায়ী, উদ্যোক্তা নন ।
এবার ধরা যাক আরেকজন পান বিক্রেতাই (করিম) নিজের জমিতে পান উৎপাদন করে, বিভিন্ন হাটে, ছোট ছোট ব্যবসায়ীদের মাধ্যমে পান বিক্রি করে থাকেন ।

এখন তাকে আমরা কি বলবো উদ্যোক্তা নাকি ব্যবসায়ী ?
পান বিক্রেতা (রহিম) এর মধ্যে যে দুটি জিনিস/কাজ অনুপস্থিত থাকার কারনে আমরা তাকে উদ্যোক্তা বলতে পারি নাই । পান বিক্রেতা ( করিম) এর মধ্যে কিন্তু সেই দুটি জিনিস/কাজ বিদ্যামান রয়েছে । যেমন: পান বিক্রেতা (করিম) যেহেতু নিজের জমিতে পান উৎপাদন করেন তাই তিনি সরাসরি পণ্য উৎপাদন এর সাথে জড়িত এবং যেহেতু পান নিজের জমিতে উৎপাদন করেন তাই, জমি প্রস্তুত থেকে শুরু করে পান বিক্রি পযন্ত দীঘসময় এই উৎপাদন এর সাথে জড়িত থাকতে হয় । যে কোন সময়, পানে পোকা লেগে, পানের বাজার দড় কমে গিয়ে, পান পরিবহন এর খরচ বৃদ্ধি পেয়ে সে আথিকভাবে লোকসানের মধ্যে পড়ে যেতে পারেন তার মানে তাকে যথেষ্ট ঝুকিঁ নিয়েই তাকে এই পান উৎপাদন এর সাথে জড়িত থাকতে হচ্ছে । ফলে পান বিক্রেতা (করিম) কে আমরা ব্যবসায়ী না বলে একজন উদ্যোক্তা বলতে পারি ।

উপরের আলোচনা থেকে আমরা বোধহয় এ কথা বলতে পারি যে, সকল উদ্যোক্তাই ব্যবসায়ী তবে সকল ব্যবসায়ী উদ্যোক্তা নন ।