Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রায়টুটী ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী মগড়া নদীর তীরে গড়ে উঠা ইটনা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল রায়টুটী। কালের বিবর্তনে আজ শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলা ও আধুনিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে এই রায়টুটী ইউনিয়নের পরিচিতি আজ সমুজ্জল।    


এক নজরে রায়টুটী ইউনিয়ন

ইউনিয়নের নাম

০১ নং রায়টুটী ইউনিয়ন পরিষদ

আয়াতন

১৪.৫০ বর্গ কিলোমিটার

সর্বমোট জনসংখ্যা

২৫,৯৪৩ জন প্রায়।( ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)

গ্রামের সংখ্যা

২৩ টি  

১. আড়ালিয়া, ২. ধারা, ৩. তেলজান, ৪. পাইকরতলা, ০৫. গন্ধর্বপুর, ৬. শান্তিপুর, ৭. গুচ্ছুগ্রাম, ৮. কান্দাপাড়া, ৯. উত্তর রায়টুটী, ১০. দক্ষিন রায়টুটী, ১১. পচাঁশিয়া, ১২. বড়ভিটা, ১৩. বর্নিরপাড়, ১৪. গোয়ারা, ১৫. পাথারকান্দি, ১৬. পংধুলন, ১৭. হরিপুর, ১৮. গল্লী, ১৯. রাজী, ২০. ইসলামপুর, ২১. কানলা, ২২. সোয়াইর, ২৩. কারিয়াল।  

খানার সংখ্যা

৫,৮৪১ টি

গ্রাম ভিত্তিক খানার সংখ্যা

 

মৌজার সংখ্যা

১৭ টি

১. বিক্রমপুর, ২. আড়ালিয়া, ৩. ধারা, ৪. পাইকরতলা, ৫. গন্ধর্বপুর, ৬. হাজলারকান্দা, ৭. রায়টুটী, ৮. পচাঁশিয়া, ৯. গোয়ারা, ১০. পাথারকান্দি, ১১. পংধুলন, ১২. হরিপুর, ১৩. গল্লী, ১৪. রাজী, ১৫. কানলা, ১৬. সোয়াইর, ১৭. কমরপুর।

হাট/ বাজার

৪ টি

১. রায়টুটী বাজার, ২. রাজী বাজার, ৩. ইসলামপুর বাজার, ৪. ধারা বাজার।

ধর্মীয় প্রতিষ্ঠান

 

 

মসজিদ

৩০ টি

মন্দির

৫ টি

কবরস্থান

১০ টি

শ্মশান

৩ টি

ঈদগাহ

১৩ টি

শিক্ষা প্রতিষ্ঠান

উচ্চ বিদ্যালয়

১ টি

নিন্ম মাধ্যমিক বিদ্যালয়

১ টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়

১৩ টি

মাদ্রাসা

৪ টি

কিন্ডার গার্টেন স্কুল

১ টি

স্বাস্থ্য

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

১ টি

 

কমিউনিটি ক্লিনিক

৪ টি

ভূমি

ইউনিয়ন ভূমি অফিস

১ টি

পর্যটন স্থান

১ টি

মলুয়া মহুয়া সন্দরী বাড়ী

মৎস খামার

১ টি

রায়টুটী পারং বিল

শিক্ষার হার

৪৫% ২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী

উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম

নৌকা

উপজেলা সদর থেকে দুরত্ব

১৭ কিলোমিটার

বর্তমান দায়ীত্বরত চেয়ারম্যান

মোহাম্মদ এনামুল হক খান মিলকী

প্রধান পেশা

কৃষি