রায়টুটী ইউনিয়নটি ইটনা উপজেলার উত্তর-পশ্চিম কোনে সিমান্তে অবস্থিত। উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম। নদীপথ ছাড়া আর কোন বিকল্প নাই । কিন্তু পার্শ্ববর্তী উপজেলা তাড়াইল এবং জেলা সদররের সাথে যোগাযোগ ব্যাবস্থা ভাল। বর্ষাকাল ছাড়া শুকনা মৌসুমে সিএনজি, অটোরিস্কা, নসিমন/করিমন, মাইক্রো এবং পিকআপ চলাচল করে।
রায়টুটী ইউনিয়ন সদর থেকে অন্যান্য গ্রামগুলোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা।
ইউনিয়ন সদর থেকে উপজেলায় নৌকা যোগে যাতায়ত ৪০ টাকা ।
ইউনিয়ন সদর থেকে তাড়াইল উপজেলায় যাতায়ত সি এন জি/অটোরিক্সা ৪০ টাকা ।
ইউনিয়ন সদর থেকে জেলা সদর যাতায়ত সি এন জি/ অটোরিক্সা ১২০ টাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস