রায়টুটী ইউনিয়নের উত্তর রাজী গ্রামের পাল/জেলে সম্পাদয়ের প্রায় ৫০ টি হিন্দু ধর্মালম্বী পরিবারের বসবাস। আনুমানিক প্রায় ২০ বৎসর পূর্বে দেবেন্দ্র বর্মণ এর উদ্যোগে তারা তাদের প্রার্থনার জন্য উত্তর রাজী জেলে পাড়া শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দির নির্মাণ করেন। স্বাধিনতা যুদ্ধের সময় এখানকার অনেকগুলি পরিবার ভারতে চলে যায়। যার ফলে মন্দিরটি রক্ষনাবেক্ষণ করার মত কেউ না থাকায় পরিতেক্ত এবং জরাজীর্ণ অবস্থায় পরে থাকে। কিন্তু বর্তমানে বসবাসরত পরিবার এবং সরকারের সহযোগীতেয় মন্দিরটি সংস্কার করায় হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস