আর্শাদুল হক ভান্ডারী জন্মগ্রহণ করেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাতায়ত করতেন এবং বিভিন্ন জেলায় তার আশেকান ও মুরিদানগণ রয়েছেন। তিনি জীবনের শেষ দিনগুলি রায়টুটী গ্রামের পচাঁশিয়া গ্রামের আঃ লতিফ ভান্ডারী (আগুনি ফকির) র বাড়ীতে ছিলেন এবং আগুনি ফকির তার মুরিদানগণের মধ্যে অন্যতম ছিলেন বিধায় তাঁকে তিনি খুব ভালবাসতেন বিধায় তার মৃত্যুর পর আঃ লতিফ ভান্ডারী (আগুনি ফকির) র বাড়িতেই দাফন করা হয়। এখন বর্তমানে পচাঁশিয়া গ্রামের আঃ লতিফ ভান্ডারী (আগুনি ফকির) এর বাড়িতে তার রওজা অবস্থিত। প্রতি বছরের বাংলা শ্রাবণ মাসের ৫ম তারিখে তার ওরশ ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস