Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বর্ষায় নদীতে মাছ ধরা
বিস্তারিত

বিভিন্ন নদী-নালা, খাল-বিল, জলাশয়ে জেলেরা জাল দিয়ে মাছ ধরায় মেতে উঠেছে৷

প্রতিবছরের বর্ষা আসলে জেলারা জীবিকার তাগিদে তারা দলবদ্ধভাবে নদী ও খাল-বিলে গিয়ে মাছ ধরেন৷

বর্ষার পানি নেমে যাওয়ার সময় যখন নদী এবং বিলে একবুক পানি থাকে মূলত সেই সময় মাছ ধরা শুরু হয়। এই সময় আসলে জেলারা জাল দিয়ে মাছ ধরার জন্য মেতে উঠে।

নদীমাতৃক আমাদের এই দেশে শিপজাল, যাকিজাল, খরাজাল ইত্যাদি দিয়ে মাছ ধরার সংস্কৃতিটা আমরা এখনো টিকিয়ে রেখেছি। ছোটবেলা বাবা-দাদাদের কাছে গল্প শুনেছি এসব জাল দিয়ে বড় বড় রুই, কাতলা, মৃগেল, শোল, বোয়াল, আইর, চিতলসহ অনেক প্রজাতির মাছ পাওয়া যেত। এখন আর আগের মতো বড় বড় মাছ পাওয়া যায় না, তবুও মনের আনান্দে বিভিন্ন সৌখিন মানুষ মাছ ধরতে যায়৷