Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
a
Details
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

সেবাগ্রহীতা/শিশুর অভিভাবক শিশুকে সেবা প্রদান কেন্দ্রে নিয়ে আসার পর রেজিস্ট্রেশন করা হয়। অভিভাবকের সাথে আলাপ করে শিশুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয়। প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অতঃপর উপযুক্ত পরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

সেবা প্রাপ্তির সময়

২০ মিনিট (সেবা কেন্দ্রে যাবার পরপরই, পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে বাড়ি পরিদর্শনের সময়)

প্রয়োজনীয় ফি

বিনামূল্যে

সেবা প্রাপ্তির স্থান

১. এম সি এইচ এফপি ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি ৩. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৪. কমিউনিটি ক্লিনিক ৫. বাড়িতে ৬. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক 7. MFSTC 8. MCHTI ৯. বেসরকারি সংস্থার ক্লিনিক

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ২. সহকারী সার্জন ৩. মেডিকেল অফিসার ক্লিনিক ৪. সাকমো (SACMO) ৫. পরিবার কল্যাণ পরিদর্শিকা ৬. পরিবার কল্যাণ সহকারী

প্রয়োজনীয় কাগজপত্র

প্রযোজ্য নয়

সেবা প্রাপ্তির শর্তাবলি

সকল নবজাতক 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।