আনুমানিক প্রায় ৪০০ শত বৎসর পূর্বে ব্রক্ষ্মপুত্রের শাখা মগরা নদীর তীরে রায় বংশের জমিদার বাস করতেন। অনেকেরই ধারনা তাদের রায় বংশের নামেই রায়টুটী গ্রামের নাম করন করা হয়। তার পর এই গ্রামে ধীরে ধীরে লোকজন এসে বসবাস করে। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৯ টি মৌজা নিয়ে বর্তমান রায়টুটী ইউনিয়ন গঠিত হয়। ব্রিটিশ শাসনামলে প্রথম প্রেসিডেন্ট ছিলেন আঃ হেলিম খান মিল্কী (লাল মিয়া সাহেব)। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৬০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬০ সালে প্রথম ইউনিয়ন চেয়ারম্যান হন আঃ সাত্তার খান মিল্কী (ক্বরী মিল্কী), আবু নছর আহম্মেদ (তোতা মিয়া)। স্বাধীনতার পর রিলিফ কমিটির চেয়ারম্যান হন সানাউল হক খান মিল্কী। পরে ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন রাজী গ্রামের সাহেব আলী ভুঁইয়া। ১৯৭৮ সালে আবু নছর আহম্মেদ (২য় বার), ১৯৮৪ সালে সাহেব আলী ভুঁইয়া (২য় বার) যথাক্রমে ১৯৮৮ সালে নাছির উদ্দিন খান মিল্কী পর পর দুই বার,১৯৯৮ সালে সানাউল হক খান মিল্কী, ২০০৩ সালে এবং ইছহাক উদ্দিন চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।
পুর্বে রায়টুটী ইউনিয়ন মিল্কীদের আধিপত্য ছিল। তালেনেওয়াজ খান মিল্কী, আঃ হেলিম খান মিল্কী (লাল মিয়া) আঃ আলীম খান মিল্কী তারাই ছিলেন রায়টুটী গ্রামের শিক্ষিত এবং ধনাট্য ব্যক্তিদের মধ্যে অন্যতম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS