হাওর জুড়ে সোনালী ধান। যে দিকে চোখ যায় শুধু ধান আর ধান। পাকা ধান শোভা পায় বৈশাখ এলেই। ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর হাওর অঞ্চলের কৃষকরা। হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু বৈশাখ মাসে। ধানের ফলন ভাল হলে কৃষকের চোখে মুখে ফুটে উঠে হাসির ঝিলিক। বৈশাখে হাওর জুড়ে থাকে পাকা ধানের মৌ মৌ গন্ধ। ধান কাটতে পারলে কতইনা আনন্দ দেখা দেয় কৃষকের মনে। আগাম বন্যা হলে হাওর অঞ্চলের কৃষকরা হাওরে ধান কাটতে পারেনা। পারেনা গোলায় ধান তুলতে। মার্চের শেষ ও এপ্রিলের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হলে হাওরের বাঁধ ভেঙে পানিতে ডুবে যায় সকল ফসল। ফসল হারিয়ে সর্বস্বান্ত হয় কৃষকরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS